কলকাতা

আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে প্রাথমিক ও উচ্চ স্কুল, নাইট কার্ফু রাত ১২টা থেকে ভোর ৫টা

খুলছে রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলগুলি। সোমবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফে।নির্দেশিকা অনুযায়ী আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যের সব প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি খোলা হচ্ছে। প্রাথমিক স্কুল খোলার জন্য খুব শীঘ্রই স্পষ্ট গাইডলাইন জারি করা হবে স্কুল শিক্ষা দফতরের তরফে। সেই গাইডলাইন মেনেই খোলা হবে প্রাথমিকের স্কুলগুলি। করোনা অতিমারির কারণে প্রায় দুই বছর বন্ধ ছিল রাজ্যের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি। গত বছরের ১৬ নভেম্বর থেকে রাজ্যের স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের আসার অনুমতি প্রদান করা হলেও, প্রাথমিকের পড়ুয়াদের জন্য স্কুলের দরজা বন্ধই ছিল। করোনার তৃতীয় ঢেউয়ের প্রকোপ কাটিয়ে গত ৩ ফেব্রুয়ারি থেকে খুলেছে রাজ্যের স্কুলগুলি। কিন্তু প্রাথমিকের পড়ুয়াদের জন্য স্কুল খোলার পরিবর্তে নেওয়া হয় পাড়ায় শিক্ষালয় কর্মসূচী। কিন্তু আজকের এই সিদ্ধান্তের ফলে, সব শ্রেণির সব পড়ুয়ারাই এবার থেকে স্কুলে ফিরতে পারবে। নয়া কোভিডবিধিতে শিথিল করা হয়েছে নাইট কারফিউও। রাত ১১টা নয়, এখন থেকে রাত ১২টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বলবৎ থাকবে রাত্রিকালীন বিধিনিষেধ বা নাইট কার্ফু। এদিনও নির্দেশিকায় মাস্কের ব্যবহার এবং সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে ।