বোর্ডের সভাপতি গৌতম পাল সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, দীর্ঘদিন পর ২০১৭ সালের প্রাথমিকে শিক্ষক পদে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা (টেট) পরীক্ষার্থীদের রেজাল্ট সম্ভবত আজই প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কথা মিলল! ঘোষণামাফিক, ২০১৭ সালের টেট উত্তীর্ণরা কে কত নম্বর পেয়েছেন, তা বিস্তারিতভাবে নির্দেশিকা আকারে প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে মোট ১৮৮ পাতার নির্দেশিকা প্রকাশিত হয়েছে। গৌতম পাল বলেন, ‘২০১৭ সালের টেট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ হাজার ৮০০ জন। সোমবার রাতের মধ্যেই আমরা চেষ্টা করছি পরীক্ষার ওয়েবসাইটে দিয়ে দেওয়ার। পাশাপাশি ২০১৪ সালের টেট পরীক্ষার্থীদের রেজাল্টও চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে’। ২০১৪ এবং ২০১৭ সালের টেট পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ করার পাশাপাশি কিছুদিনের মধ্যেই উত্তীর্ণদের হাতে শংসাপত্রও তুলে দেওয়া হবে বলেও জানান গৌতম পাল। এদিনের সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি আরও বলেন, ‘‘আদালতের নির্দেশ অনুসারে, আমরা কাজ করেছি৷ এনসিটিই নির্দেশনামা মেনে৷ সরকারের তরফে ১১ হাজার ৭৬৫ নতুন শিক্ষক পদে স্বচ্ছতা মেনে কাজ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বারের টেটের রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গেই রেজাল্ট এবং শংসাপত্র দেওয়া হবে। ২০১৭ টেটের রেজাল্ট সোমবার রাতেই মধ্যেই আর ২০১৪ সালের টেটের রেজাল্ট চলতি সপ্তাহেই আমরা প্রকাশ করব৷’’