দেশ

অনুমতি না নিয়ে ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর গান ব্যবহার, কংগ্রেসের টুইটার ব্লকের নির্দেশ আদালতের

অনুমতি না নিয়ে সিনেমার মিউজিক ব্যবহার হয়েছিল কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’য়। কপিরাইট আইন ভাঙার শাস্তিস্বরুপ কংগ্রেসের টুইটার হ্যান্ডেল সাময়িক ব্লক করার নির্দেশ দিল বেঙ্গালুরুর এক আদালত। ‘ভারত জোড়ো যাত্রা’ ক্যাম্পেনের টুইটারটিও ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে কংগ্রেসের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। গত শনিবার থেকে ফের ‘ভারত জোড়ো’ যাত্রা শুরু করেন রাহুল গান্ধী। এই যাত্রার প্রোমো ভিডিও গত অক্টোবর মাসে কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়। যেখানে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমার মিউজিক ব্যবহার করা হয়েছে। এমআরটি মিউজিক সংস্থার আইনজীবী নরসিংহ সম্পত জানান, অনুমতি ছাড়া অনৈতিকভাবে ছবির গান ব্যবহার করা হয়েছে। তাই অভিযোগ করা হয়েছে।

https://twitter.com/i/status/1581604321996611586