কলকাতা

পিছিয়ে গেল প্রাথমিকের টেট পরীক্ষা, নতুন দিন ঘোষণা পর্ষদের

পিছিয়ে গেল প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা । সোমবার বিজ্ঞপ্তি দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায়, ১০ ডিসেম্বরের বদলে পরীক্ষা হবে ২৪ ডিসেম্বর । ২৪ ডিসেম্বর বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত চলবে পরীক্ষা । যদিও কী কারণে এই পরীক্ষার দিনক্ষণ বদল করা হল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় । প্রাথমিকভাবে পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, পলিসিগত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ২০২২ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন গৌতম পাল । তারপর থেকে প্রতি বছর পরীক্ষা হবে বলেই আশ্বাস দিয়েছিলেন তিনি । সেই মতো প্রায় ৮ বছর পর গত বছর ডিসেম্বর মাসে হয়েছিল শিক্ষক নিয়োগের পরীক্ষা । তারপর কিছুদিন আগেই ফের ২০২৩ সালের টেট পরীক্ষার দিন ঘোষণা করেছিলেন পর্ষদ সভাপতি ।