শুক্রবার মহারাষ্ট্রের পালঘর জেলায় বাধবন বন্দর প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রকল্পটির নির্মাণে খরচ হবে ৭৬ হাজার কোটি টাকা। দহানু শহরের কাছে অবস্থিত এই বাধবনেই গড়ে উঠতে চলেছে দেশের দীর্ঘতম গভীর জলবন্দর। এই বন্দরের মাধ্যমে জাহাজ চলাচলের আন্তর্জাতিক রুটগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলা সম্ভব হবে। এর ফলে একযোগে বাঁচবে সময় ও খরচ। এই বন্দর হয়ে উঠবে বিশ্বমানের ‘মেরিটাইম গেটওয়ে’। দেশের বাণিজ্য ও আর্থিক বৃদ্ধিতে সহায়ক হবে এই প্রকল্প। এই বন্দরে সহজেই বড় কন্টেনার ভেসেল ও অতিবৃহৎ জাহাজ আসা-যাওয়া করতে পারবে। এখানে থাকবে বন্দরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন অত্যাধুনিক ব্যবস্থাও। প্রধানমন্ত্রী মোদি এদিন এক্স হ্যান্ডলে লিখেছেন, দেশের উন্নয়নে বাধবন বন্দর খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প হতে চলেছে।