দেশ

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেখ হাসিনার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দু’দিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলেই দিল্লিতে এসেছিলেন হাসিনা। আজ দুপুরে একাধিক বৈঠক রয়েছে মোদীর  সঙ্গে। এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেন নমো। এরপর দিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠকে বসেছেন দুজনে। সূত্রের খবর, এই দ্বিপাক্ষিক বৈঠকে ১০টির বেশি গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করতে চলেছে দুটি দেশ। এরমধ্যে চারটি চুক্তি পুনর্নবিকরণ হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার রয়েছে বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, এই বৈঠকে অর্থনৈতিক, বানিজ্যিক, সামরিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আলোচনা করতে পারেন হাসিনা। এছাড়া তিস্তা জল বন্টন প্রকল্প, মাংলা বন্দর, বিদ্যুত ও জ্বালানির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা হতে পারে। মোদি ৩.০ সরকার গঠনের পর এই প্রথম বাংলাদেশের সঙ্গে বৈঠক হচ্ছে মোদির। আসলে বর্তমানে পাকিস্তান, চীন যেভাবে সাঁড়াশি আক্রমণ শুরু করেছে, সেক্ষেত্রে পড়শি দেশ বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইছে ভারত। গত শুক্রবার সন্ধ্যায় ভারতে এসে তাজ হোটেলে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছিলেন শেখ হাসিনা। সেখানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। বাংলাদেশের শিল্পপতিদের বিনিয়োগ বাড়ানোর জন্য আহ্বান করেন প্রধানমন্ত্রী। আজ সকালে রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে রাজঘাটে যান হাসিনা। সেখানে মহাত্মা গান্ধীর সমাধিতে সম্মান জানিয়ে তারপর হায়দরাবাদ হাউসে আসেন তিনি।