জম্মু পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ৩৭০ ধারা বাতিলের পর প্রথম জম্মু সফর তাঁর৷ এ দিন সকাল ১১টা ১৫ মিনিটে বায়ুসেনার বিশেষ বিমানে জম্মু বিমানবন্দর পৌঁছন৷ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্র শাসিত অঞ্চলের উপরাজ্যপাল-সহ উচ্চ আধিকারিক এবং বিজেপি নেতারা৷ সেখান থেকে তিনি চলে যান সাম্বায়৷ আজ জাতীয় পঞ্চায়েত দিবস উপলক্ষে সাম্বার পালি গ্রামের মঞ্চ থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজ, রবিবার জাতীয় পঞ্চায়েত রাজ দিবস উপলক্ষ্যে উপত্যকায় বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যার মধ্যে উল্লেখযোগ্য হল, দিল্লি কাটরা এক্সপ্রেস ওয়ের শিলান্যাস, পালিতে সৌর বিদ্যুৎ প্রকল্প, চেনাব নদীর ওপর রতলে জলবিদ্যুৎ প্রকল্প ও কাবার জলবিদ্যুৎ প্রকল্প উল্লেখযোগ্য। এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এখানে এসেছি উন্নয়নে গতি আনতে। বিগত ২-৩ বছর ধরেই উন্নয়নে গতি এসেছে। এখন এখানে সরকারি প্রকল্পগুলি দ্রুত গতিতে লাগু হচ্ছে। আগামী ২৫ বছরে জম্মু ও কাশ্মীর নতুন গাথা লিখবে’। জম্মু ও কাশ্মীরের যুবক যুবতীদের তাঁর ওপর ভরসা রাখারও অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।