আজ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। ১০ রাজ্য এবং ১ কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৭ মে, সোমবার৷ এদিন সকাল সকালই গুজরাতের আহমেদাবাদের গান্ধিনগরের নিশান হাযার সেকেন্ডারি স্কুলে একসঙ্গে গিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এদিন সকাল ৭টা নাগাদ ভোট দেওয়ার জন্য গুজরাতের রাজভবন থেকে বের হন মোদি৷ তারপরে রওনা দেন গান্ধিনগরের বুথের উদ্দেশে৷ বুথের বেশ কিছুটা দূরেই থেমে যায় তাঁর কনভয়৷ সেখান থেকে খালি পায়ে হেঁটেই বুথের ভিতরে প্রবেশ করেন মোদি৷ এদিন সকাল ৭টা বেজে ৪৩ মিনিটে ভোট দান করেন মোদি৷ ভোটদানের আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন তিনি৷ তৃতীয় দফার ভোটগ্রহণ পর্বে দেশবাসীক রেকর্ড সংখ্যক ভোটদানের আহ্বান জানান মোদি৷ লেখেন, ‘আজ যাঁরা ভোট দেবেন, তাঁদের সবাইকে রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি৷ তাঁদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই নির্বাচনকে আরও প্রাণবন্ত করে তুলবে৷ সেখানে আগে থেকেই পৌঁছে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তাঁর ভোটদানও হয়ে গিয়েছিল৷ প্রধানমন্ত্রী পৌঁছনোর পরে তাঁকে সঙ্গে নিয়েই দু’জনে ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে যান, এবং প্রধানমন্ত্রী সেখানে ভোট দেন৷ ভোট দিয়ে বেরিয়েও জনসাধারণের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানাতে দেখা যায় তাঁকে৷ ভোট দেওয়ার পরে সংবাদমাধ্যমের উদ্দেশে কথা বলার সময় মোদি বলেন, ‘‘আহমেদাবাদে ভোট দেওয়ার পর মিডিয়ার উদ্দেশে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “ আজ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট। আমি দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি, তাঁরা যেন বেশি সংখ্যায় ভোট দেন। সকলে মিলে গণতন্ত্রকে উৎসবের ন্যায় পালন করুন৷ আমাদের দেশে ‘দান’-এর গুরুত্ব অপরিসীম এবং সেই চেতনাকে সঙ্গী করেই যথাসম্ভব বেশি ভোটদানের আহ্বান রাখছি দেশবাসীর কাছে। ৪ দফা ভোট এখনও বাকি। গুজরাতের একজন ভোটার হিসেবে, এটাই একমাত্র জায়গা যেখানে আমি নিয়মিত ভোট দিযে আসছি এবং অমিত ভাই এখান থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন… ’’