দেশ

ভারতের টিকা পায়নি স্বীকৃতি, করোনা আবহে কোভ্যাক্সিন নিয়ে মোদি চললেন আমেরিকায়

 আমেরিকা চললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা–সহ বেশ কয়েকজন। তবে একটা প্রশ্ন উঠছে। এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)–র ছাড়পত্র পায়নি ভারত বায়োটেকের করোনা টিকা কোভ্যাক্সিন। আর মোদি কোভ্যাক্সিন নিয়েছেন। কোভ্যাক্সিন ২ টো ডোজও নেন। তবে এই টিকা হু–র ছাড়পত্র এখনও পায়নি। এমনকি আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন গত জুনে তাদের দেশে জরুরি ভিত্তিতে কোভ্যাক্সিন ব্যবহারের প্রস্তাব খারিজ করে দেয়। আর তাই স্বভাবতই কোভ্যাক্সিন নেওয়া কোনও ব্যক্তির টিকাকরণ হয়েছে বলে মান্যতা দিতে রাজি নয় আমেরিকা। ফলে মোদি বা তাঁর সঙ্গে সফরকারী দলের কেউ কোভ্যাক্সিন নিলেও সংশ্লিষ্ট ব্যক্তির টিকাকরণকে আমেরিকা বৈধ গণ্য করবে না। কেন্দ্রীয় স্বাস্থ্য আধিকারিকদের দাবি, এ মাসের মধ্যে কোভ্যাক্সিন ছাড়পত্র পেয়ে যাবে। কিন্তু হু–র একটি সূত্রের মতে, কোভ্যাক্সিন এর স্বীকৃতি সংক্রান্ত বৈঠকটি হবে আগামী ৫ অক্টোবর। তা হলে জো বাইডেনের দেশে গিয়ে নরেন্দ্র মোদিকে কি নিভৃতবাসে থাকতে হবে?‌ সরকারি সূত্রের বক্তব্য, অতিমারির আবহে রাষ্ট্রনায়ক, মন্ত্রী ও আমলাদের বিদেশ সফরের ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে। স্বীকৃতিহীন টিকা নিলেও সরকারি কাজে বিদেশে যেতে পারেন তাঁরা। এমনকি, টিকার একটি ডোজ নিয়েও তাঁদের বিদেশ সফর করায় ছাড় রয়েছে। মঙ্গলবার নয়াদিল্লিতে সংবাদমাধ্যমকে বিদেশসচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, কোয়াড শীর্ষ সম্মেলনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং নিরাপত্তায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে আলোচনা করবেন। ওয়াশিংটনে ব্যক্তিগতভাবে আলোচনা চলবে দুই রাষ্ট্রনেতার মধ্যে।