মোদি সরকারের নয়া কৃষি আইনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর জেরে কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হতে পারে, রাজ্যসভায় জানাল কেন্দ্র। ট্রুডোর মন্তব্যর বিষয়ে সরকার কিছু জানে কি, প্রশ্ন করেছিলেন শিবসেনা সাংসদ অনিল দেশাই। তার জবাবেই সম্পর্কে অবনতির সম্ভাবনার কথা জানালেন বিদেশ রাজ্যমন্ত্রী ভি মুরলীধরন। শিবসেনা সাংসদ প্রশ্ন করেন, কানাডার প্রধানমন্ত্রীর মন্তব্যকে কি কেন্দ্র অনুচিত এবং অনাবশ্যক বলে মনে করে? যদি করে তাহলে এর বিরোধিতা করেছে কি সরকার? জবাবে মুরলীধরন বলেন, আমরা ওটাওয়া (কানাডার রাজধানী) এবং দিল্লি, দুই জায়গার কানাডা সরকারের প্রতিনিধিদের এই বিষয়ে অবগত করেছি এবং তাঁদের বলেছি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য অনুচিত এবং মেনে নেওয়া যায় না। এতে ভারত-কানাডা দ্বি-পাক্ষিক সম্পর্কে ক্ষতি হতে পারে।
প্রসঙ্গত, গত বছরের ১ ডিসেম্বর কৃষক আন্দোলনের সমর্থন করেন জাস্টিন ট্রুডো। বলেন, কানাডা সর্বদা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে আছে এবং থাকবে, তা যে দেশেই হোক না কেন। এ নিয়ে ভারত অসন্তোষ প্রকাশ করলেও, নিজের বক্তব্য থেকে একচুলও পেছননি ট্রুডো।