দেশ

মুম্বইয়ে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে ছিটকে গেল প্রাইভেট জেট, আহত ৩

মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে ছিটকে গেল বিমান। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে। বিমানে ৮ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ৩ জন আহত, হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে বিমানবন্দর। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভারী বর্ষণের কারণেই অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিমানটি। ছিটকে যায় রানওয়েতে। বিমানটি (VSR Ventures Learjet 45 aircraft VT-DBL) ভাইজাক থেকে মুম্বই আসছিল। জানা গেছে, ৬ জন যাত্রী ছাড়াও ওই বিমানে ছিলেন দুজন কর্মী। মুম্বই বিমানবন্দরের ২৭ নম্বর রানওয়েতে নামার কথা ছিল ওই প্রাইভেট জেটের। কিন্তু প্রবল বৃষ্টির কারণে

বিমানবন্দর এলাকার দৃশ্যমানতা একেবারে কমে যায়। মাত্র ৭০০ মিটার দৃশ্যমানতার মধ্যেই ল্যান্ডিং করার চেষ্টা করে প্রাইভেট জেট। তখনই বিপত্তি ঘটে। বৃষ্টিতে ভেজা রানওয়ের উপরে ভেঙে পড়ে বিমানটি। গোটা এলাকায় আগুন ধরে যায়। বিমানবন্দরের কর্মীদের তৎপরতায় সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু হয়। আগুন নিভিয়ে জেটের যাত্রীদের বের করে আনা হয়। তবে গুরুতর আহত অবস্থায় বিমানের তিনজন যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, সাময়িকভাবে উড়ানের ওঠানামা স্থগিত রাখা হয়েছিল। মুম্বই বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও গোয়াতে ঘুরিয়ে দেওয়া হয় দেরাদুন থেকে আগত একটি বিমান। তবে বর্তমানে পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে।