কলকাতা

মার্চ থেকে বেসরকারি স্কুলে ১০০ শতাংশ ফি দিতে হবে জানালো হাইকোর্ট

করোনা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। সেকারণেই আগামী ১ মার্চের পর  পড়ুয়াদের থেকে স্কুলগুলি আবার নিজেদের মতো করে ফি চাইতে পারবে। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দিয়েছে। ২০২০ সালের অক্টোবরে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, যে বেসরকারি স্কুলের ফি-তে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। তার পর দীর্ঘ সময় এই ছাড় চালু ছিল। আজকের নির্দেশের পর আপাতত ফি-তে কোনও ছাড় দেওয়া হবে না। অর্থাৎ, করোনা আবহে স্কুল ফি দেওয়ার ক্ষেত্রে পড়ুয়াদের যে সুযোগ হাইকোর্ট ২০২০ সালে দিয়েছিল, সেই সুযোগ আর থাকছে না। আগামী ২৫ মার্চ মামলার পরবর্তী শুনানি। একই সঙ্গে বকেয়া স্কুল ফি-র ৫০ শতাংশ অভিভাবকদের দিতে হবে জানিয়ে দিল আদালত। ২৫ মার্চ পর্যন্ত কোনও স্কুল বকেয়া ফি নিয়ে কঠোর পদক্ষেপ নিতে পারবে না বলে জানিয়েছে হাইকোর্ট। লকডাউন পর্বে দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। সেই সময় স্কুলের ফি কমানোর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন অভিভাবকদের একাংশ। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হয়। হাইকোর্ট নির্দেশ দেয়, অভিভাবকরা দুই কিস্তিতে বকেয়া বেতন মেটাতে পারবেন। টিউশন ফি-র ৮০ শতাংশ দেওয়ার ব্যাপারেও সবুজ সংকেত দেয় আদালত। ফি কমানো নিয়ে হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল শহরের একাধিক বেসরকারি স্কুল। আবেদন স্কুল কর্তৃপক্ষগুলির দাবি ছিল, হাইকোর্ট ২০ শতাংশ ফি কমানোর যে নির্দেশ দিয়েছে, তা আইনত সম্ভব নয়। স্কুলের ফি কমানোর ক্ষমতা হাইকোর্টের নেই। সর্বোচ্চ আদালত বেসরকারি স্কুলগুলির সেই আবেদন খারিজ করে দেয়।