দেশ

মহাকাশ ক্ষেত্রে বেসরকারিকরণ, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের ভূয়সি প্রশংসা ইসরো চিফ-এর

এবার থেকে ভারতের উপগ্রহ এবং মহাকাশ অভিযানের অংশীদার হতে পারবে দেশের বিভিন্ন বেসরকারি সংস্হা। বুধবারই এই বিষয়ে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় সরকার। আর বৃহস্পতিবার ইসরো চিফ কে শিভান কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের ভূয়সি প্রশংসা করলেন। ইসরো প্রধানের কথায়, “মহাকাশ ক্ষেত্রে বেসরকারিকরণ ভারতকে আরও এগিয়ে নিয়ে যাবে।” এবার থেকে মহাকাশ অভিযানের জন্য রকেট তৈরি, স্যাটেলাইট তৈরি এবং উৎক্ষেপন ও বিভিন্ন যন্ত্রপাতি তৈরিতে যোগ দিতে পারবে বিভিন্ন দেশীয় বেসরকারি সংস্হা।