সম্পাদকীয়

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ বাড়াতে শুভেন্দুর চ্যালেঞ্জের মুখে প্রিয়াঙ্কা

নিবেদিতা শেঠঃ ভবানীপুরে বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল জিতলে রাজ্যের বিরোধী দলনেতার পদ ছেড়ে দেবেন শুভেন্দু অধিকারী। সে জায়গায় প্রিয়াঙ্কাকে দেওয়ার জন্য দিল্লি গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আর্জি জানাবেন তিনি। এমনটাই ভবানীপুরে প্রচারে গিয়ে জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। তাঁর এই বার্তা তৃণমূলের উপর তথা ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কতটা চাপ বাড়িয়েছে , তার থেকেও বড় প্রশ্ন নিজের দলের প্রার্থীকেই বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেননি তো শুভেন্দু? জনগণের রায় কী হবে তা ভবানীপুর উপনির্বাচনের ফল বলবে। কিন্তু তার আগেই ভোটের ময়দানে

প্রিয়াঙ্কাকে শুভেন্দুর এমন বার্তা সাহস দিয়েছে নাকি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে তার যদিও কোনও প্রতিক্রিয়া মেলেনি আইনজীবী প্রার্থীর তরফে। তবে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে প্রতিদিনই প্রায় সকাল-সন্ধে ভবানীপুরে প্রচারে ঝাঁপিয়েছেন প্রিয়াঙ্কা। সাংবাদিকদের সামনে হিন্দী ছোঁয়া বাংলায় কড়া আক্রমণ করেছেন তৃণমূলকে। কখনও বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে কখনও বা কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে প্রচারে দেখা গিয়েছে তাঁকে। সবটাই ঠিক ছিল, কিন্তু শেষে এত বড় চ্যালেঞ্জ দলই তাঁকে দিল! একদিকে বাংলার মানুষের হৃদস্পন্দন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব । অন্যদিকে শুভেন্দুর চ্যালেঞ্জ- স্নায়ুচাপের মধ্যে লড়াইয়ে কতটা প্রস্তুত হিন্দীভাষী টিবরেওয়াল?? উঠছে প্রশ্ন!