পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়া নিয়ে আগেই ক্ষোভ তৈরি হয়েছিল। এবার পৌষ মেলার মাঠে দেহ ব্যবসার অভিযোগ তুলে পরিস্থিতি আরও জটিল করে তুললেন ‘রাজনৈতিক দালালিতে’ অভিযুক্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ‘বিতর্কিত’ উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তী। তাঁর ওই মন্তব্য নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছে আমজনতা। ইতিমধ্যেই ‘স্বেচ্ছাচারী’ উপাচার্যকে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলেছে বোলপুর ব্যবসায়ী সমিতি ও বাংলা সংস্কৃতি মঞ্চ। ক্ষমা না চাইলে উপাচার্যের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখানো হবে বলেও হুমকি দিয়েছেন দুই সংগঠনের কর্মকর্তারা। ফলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে জনরোষ যে কোনও সময়ে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।