জেলা

নিহত বিজেপি কর্মীর সিবিআই তদন্তের দাবি দিলীপ ঘোষের

নিহত বিজেপি কর্মী সুদর্শন প্রামাণিকের খুনের তদন্ত শুরু হোক কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে দিয়ে, আরামবাগে এসে দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। আজ নিহত কর্মীর বাড়িতে গিয়ে পরিজনের সাথে দেখা করে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, যেকোন প্রয়োজনে পরিবারটি বিজেপিকে পাশে পাবে। পাশাপাশি, এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের অভিযোগ, গত ৪০ বছর ধরে আরামবাগে হিংসার রাজনীতি চলছে। আমরা চাই এই খুনের কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে দিয়ে তদন্ত করা হোক। আমরা নিরপেক্ষ তদন্ত চাই। কারণ এই সরকার, প্রশাসনের উপর আমাদের বিন্দুমাত্র আস্থা নেই। নিজেদের দলের নেতা, কর্মীরা খুন হলে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়।