ডিএ সহ অন্যান্য দাবিতে কলকাতা পুরসভার ভিতরে অবস্থান-বিক্ষোভ। বৃহস্পতিবার সকাল থেকেই পুরসভা চত্বরে মঞ্চ বেঁধে বিক্ষোভ অবস্থান শুরু করেছেন বাম পুরকর্মচারী সংগঠনের সদস্যরা। বকেয়া ডিএ-সহ চার দফা দাবিতে বৃহস্পতিবার ও শুক্রবার এই অবস্থানের কর্মসূচি বাং ইউনিয়নগুলি আগেই ঘোষণা করেছিল। সেই মতোই এদিন সকাল থেকেই বাম সমর্থক কর্মচারীরা অবস্থানে বসেন। এর ফলে পুরসভায় পরিষেবা ব্যাহতও হয়। মেয়র ফিরহাদ হাকিম বুধবারেই সতর্ক করে দিয়েছিলেন, কেউ যেন ওই অবস্থানে যোগ না দেন। কাজ না করলে সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুমকি দেন। ওই দিন বাং ইউনিয়নগুলি জানিয়ে দেয়, মেয়র যতই হুমকি দিন অবস্থান বিক্ষোভ ৪৮ ঘন্টাই চলবে। ইউনিয়ন নেতারা আরও বলেন দরকার হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।