জেলা

‘গরিব মানুষের বঞ্চনার প্রতিবাদই আমার লড়াই’, সরব মুখ্যমন্ত্রী

বুধবার, হাওড়ায় বিভিন্ন সরকারির প্রকল্পের শিলান্যাস-উদ্বোধন ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে মোদি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঞ্চ থেকে ৫৬টি নতুন বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। একশ দিনের কাজের টাকার দাবিতে আন্দোলন চলবে এদিন হাওড়ার মঞ্চ থেকে ফের স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাওড়ার সাঁতরাগাছি থেকে কয়েকশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন হাওড়া জেলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সরকারি পরিষেবাও তুলে দেন উপভোক্তাদের হাতে। আর এই মঞ্চ থেকেই জানিয়ে দেন কেন্দ্রের বকেয়া পাওয়ার দাবিতে যে আন্দোলন ও ধরনা কর্মসূচি চলছে তা আগামী দিনেও চলবে। অন্তত এদিন হাওড়া থেকে ধরনা কর্মসূচি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন “আমাদের ধরনা চলছে। আমি এটা চালিয়ে যাব। হয়তো আমার সময় লাগবে। কিন্তু আপনাদের মুখে আমি হাসি ফোটাবই।” এদিন সভা থেকে অভ্যন্তরীণ জল পরিবহন ব্যবস্থা-সহ একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস-উদ্বোধন ও সরকারি পরিষেবা প্রদান করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রা্যের মন্ত্রীর ফিরহাদ হাকিম, সুজিত বসু, স্নেহাশিস চক্রবর্তী, অরূপ বিশ্বাস, পুলক রায়-সহ স্থানীয় বিধায়করা। হাওড়াকে প্রাচ্যের ম্যানচেস্টার বলে অভিহিত করে মমতা বলেন, আগের থেকে অনেক উন্নতি হয়েছে এই শিল্পনগরী। তবে, হাওড়ার জলসমস্যার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, ৬ লক্ষ ৭৩ হাজার বাড়িতে জল পৌঁছে দেব। এরপরেই কেন্দ্রের প্রকল্পের রাজ্যের অংশীদারির কথা মনে করান মমতা। তাঁরা কথায়, রাজ্য খরচ করেছ ৭৫ ভাগ। প্রতিদিন জমি কিনতে হয় আমাকে, অথচ প্রচার করে কেন্দ্র। মুখ্যমন্ত্রীর কথায়, মাছের তেলে মাছ ভাজছে কেন্দ্র। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, দেশের মধ্যে এগিয়ে বাংলা। আমার কন্যাশ্রীরা বিশ্বশ্রী হোক। মেধা বাড়াতে আমি মেধাশ্রী চালু করেছি। একটাই স্বপ্ন বাংলা হোক বিশ্ব বাংলা, বাংলা হোক জাগো বাংলা। আর এই কারণে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রের মোদি সরকার। রাজন্যবাসীকে আশ্বস্ত করেম মুখ্যমন্ত্রী বলেন, আমি আপনাদের পাহারাদার। গরিব মানুষের বঞ্চনার প্রতিবাদই আমার লড়াই। লড়াই থেকেই আমার জন্ম। আমি আন্দোলন চালিয়ে যাব।