দেশ

পঞ্জাবে রেল অবরোধ তুলছেন কৃষকরা, কেন্দ্রকে ১৫ দিনের সময়

সেপ্টেম্বর মাস থেকে এই রেল অবরোধ চলছিল। আজ থেকে পঞ্জাবে রেল অবরোধ তুলে নিলেন কৃষকরা। আগামী সোমবার থেকে রাজ্যে পণ্য ও যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। শনিবার কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠকের পর টুইটারে জানান পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। বলেন, ‘‌আলোচনা ফলপ্রসূ হয়েছে। সোমবার থেকে আগামী ১৫ দিনের জন্য রেল অবরোধ তুলে নিচ্ছেন কৃষকরা। কৃষক সংগঠনগুলির এই সিদ্ধান্তে রাজ্যের অর্থনীতি ফের ঘুরে দাঁড়াবে। কেন্দ্রের কাছে অনুরোধ, পঞ্জাবে রেল পরিষেবা চালু করে দেওয়া হোক।’‌ কেন্দ্রের বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে পঞ্জাবে গত দু’‌মাস ধরে রেল পরিষেবা বন্ধ। তবে এদিনের বৈঠকে ভারতীয় কৃষক সংগঠন জানিয়ে দিয়েছে, যদি আগামী ১৫ দিনের মধ্যে কৃষকদের সঙ্গে আলোচনায় না বসে কেন্দ্র এবং তাঁদের দাবিকে গুরুত্ব না দেওয়া হয়, তাহলে ফের অবরোধে বসা হবে।  মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং কৃষকদের জানিয়েছেন, তিনি শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনায় বসবেন।

https://twitter.com/capt_amarinder/status/1330096511091400704