দেশ

কোভিড আবহে ভক্তদের ছাড়াই পালিত হচ্ছে রথযাত্রা, পুরীতে জারি ১৪৪ ধারা

করোনা অতিমারীর মধ্যেই দেশজুড়ে পালিত হচ্ছে রথযাত্রা। কোভিডের জন্য পুরীর রথযাত্রায় প্রশাসনের তরফে জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধ। ভক্তদের ছাড়াই গড়াচ্ছে পুরীর রথের চাকা। ৩ হাজার সেবায়েত ও ১ হাজার কর্মী নিয়ে রথযাত্রা পালিত হচ্ছে পুরীতে। রথযাত্রা উপলক্ষ্যে রাস্তায় যাতে কোনওরকম ভিড় না হয় সেইজন্য গতকাল রাত ৮ টা থেকে মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত পুরীতে জারি করা হয়েছে কার্ফু। বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি তিনটি রথ:‌ জগন্নাথদেবের নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন গত ২ বছর ধরে ভক্তরা টেনে নিয়ে যেতে পারছেন না। ইচ্ছে থাকলেও প্রভু জগন্নাথদেবের রথের রশি টানতে পারছেন না ভক্তরা। তাই মন খারাপ ভক্তদের।