করোনা অতিমারীর মধ্যেই দেশজুড়ে পালিত হচ্ছে রথযাত্রা। কোভিডের জন্য পুরীর রথযাত্রায় প্রশাসনের তরফে জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধ। ভক্তদের ছাড়াই গড়াচ্ছে পুরীর রথের চাকা। ৩ হাজার সেবায়েত ও ১ হাজার কর্মী নিয়ে রথযাত্রা পালিত হচ্ছে পুরীতে। রথযাত্রা উপলক্ষ্যে রাস্তায় যাতে কোনওরকম ভিড় না হয় সেইজন্য গতকাল রাত ৮ টা থেকে মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত পুরীতে জারি করা হয়েছে কার্ফু। বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি তিনটি রথ: জগন্নাথদেবের নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন গত ২ বছর ধরে ভক্তরা টেনে নিয়ে যেতে পারছেন না। ইচ্ছে থাকলেও প্রভু জগন্নাথদেবের রথের রশি টানতে পারছেন না ভক্তরা। তাই মন খারাপ ভক্তদের।