দেশ

ফের বাড়ল পেট্রলের দাম

আবারও দাম বাড়ল পেট্রলের। রেহাই দিয়ে সামান্য কমল ডিজেল। বিধানসভা নির্বাচন মিটতেই সেই যে জ্বালানির দাম বাড়া শুরু হয়েছিল, আজও তা অব্যাহত। আর কত বাড়বে পেট্রল-ডিজেলের দাম? নিরুত্তর কেন্দ্র সরকার। সোমবার লিটার প্রতি ৩৪ পয়সা বেড়ে কলকাতায় আজ পেট্রলের দাম ১০১ টাকা ৩৫ পয়সা। লিটার প্রতি ১৬ পয়সা কমে ডিজেল বিক্রি হচ্ছে ৯২ টাকা ৮১ পয়সায়। দেশের ৪ মেট্রো শহরেই ডিজেলের সামান্য দাম কমেছে। এদিকে মহার্ঘ্য পেট্রল। আজ, রাজধানী দিল্লিতে পেট্রল লিটার প্রতি ১০১.১৯ টাকা, ডিজেল প্রতি লিটারে ৮৯.৭২ টাকায় বিক্রি হচ্ছে। মুম্বইয়ে পেট্রলের দাম লিটার প্রতি ১০৭.২০ টাকা ও ডিজেল প্রতি লিটারে ৯৭.২৯ পয়সায় গিয়ে দাঁড়িয়েছে। চেন্নাইতে পেট্রল প্রতি লিটারে ১০১.৯৩ টাকা ও ডিজেল লিটারপ্রতি ৯৪,২৪ পয়সায় বিক্রি হচ্ছে।