দেশ

৪৬ বছর পর আজ খুলছে পুরীর জগন্নাথ দেবের রত্ন ভাণ্ডারের দরজা

ওড়িশার পুরীতে ভগবান জগন্নাথ দেবের মন্দিরে থাকা রত্ন ভাণ্ডারটি আজ ৪৬ বছর পর খোলা হবে। ভাণ্ডারে থাকা অলঙ্কার এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্রের তালিকা তৈরির জন্য তা খোলা হতে চলেছে। এর আগে এই মন্দিরের কোষাগারের দরজা সর্বশেষ ১৯৭৮ সালে খোলা হয়েছিল। বিজেপি রাজ্য সরকারের শাসনভার গ্রহণের কয়েক সপ্তাহ পরই এবার ফের খুলতে চলেছে পুরীর রত্ন ভাণ্ডার।  এর আগেই ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন জানিয়েছিলেন, ১৪ জুলাই পুরীর রত্ন ভাণ্ডারের দরজা খোলা হবে। সেখানে সরকার মেরামতির কাজ করবে। এবং কোষাগারে থাকা ধন-সম্পদের তালিকা তৈরি করবে। এর আগে ১৯৭৮ সালে শেষবার রত্ন ভাণ্ডারে থাকা ধন সম্পদের তালিকা তৈরি করা হয়েছিল। এবার ওড়িশা সরকার কম্পিউটারের মাধ্যমে সেই তালিকা তৈরির কাজ করতে চাইছে।  ওড়িশা সরকার অনুমোদিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রবিবার এসজেটিএ-র প্রধানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল জগন্নাথ মন্দিরের ট্রেজারি পরিদর্শন করবে। এই দলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদস্য এবং মন্দিরের সেবায়েতদেরও অন্তর্ভুক্ত করা হবে। দ্বাদশ শতাব্দীর মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এএসআই এই সুযোগকে কাজে লাগিয়ে মেরামতের কাজ করবে রত্ন ভাণ্ডারে।