বিদেশ

আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানার তোয়াক্কা না করেই ইউক্রেনের মারিউপোল পরিদর্শনে রুশ প্রেসিডেন্ট 

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য গত শুক্রবারই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। কিন্তু সেই পরোয়ানাকে গুরুত্বই দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট। শনিবারই গ্রেফতারি পরোয়ানা নিয়ে হাজির হয়েছিলেন ক্রিমিয়ায়। আর রবিবার সকালে পৌঁছে গিয়েছেন রুশ সেনার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের মারিউপোল শহরে। শহরের বিভিন্ন স্থান পরিদর্শনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেছেন তিনি। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বছরের বেশি সময় ধরে লড়াই চলছে দুই দেশের সেনাদের মধ্যে। ইতিমধ্যে লুহানস্ক, ডোনে‍ৎস্ক সহ ইউক্রেনের একাধিক শহর নিজেদের দখলে নিয়েছে রুশ সেনা। এমনকী গণভোটের মাধ্যমে ওই সব অঞ্চলকে নিজেদের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। গত জানুয়ারি মাসেই ইউক্রেনের সেনাদের হঠিয়ে মারিউপোল শহরের দখল নিয়েছে রুশ সেনারা। আর রুশ সেনাদের নিয়ন্ত্রণে আসার পরে এদিনই প্রথম মারিউপোল পরিদর্শনে গেলেন পুতিন। নেভস্কি এলাকায় একটি বহুতলে গিয়ে স্থানীয বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন। যুদ্ধের ফলে ধ্বংসস্তুপের চেহারা নেওয়া মারিউপোল নতুন করে গড়ে তোলারও আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।