কলকাতা

এবার মোবাইল অ্যাপেই মিলবে মেট্রোর টিকিট, ডিসেম্বরের গোড়াতেই চালু নয়া ব্যবস্থা

কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য সুখবর। এবার থেকে চালু হতে চলেছে কিউআর কোড বেসড টিকিট। যার ফলে ভিড়ে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না যাত্রীদের। ডিসেম্বরের প্রথম থেকেই এই নতুন পদ্ধতি শুরু হতে চলেছে। মেট্রো সূত্রে খবর, মাসদুয়েক আগে থেকেই স্মার্ট গেটে কোড স্ক্যানার বসানোর কাজ শুরু হয়েছিল। নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত সবকটি স্টেশনেই কোড স্ক্যানার বসানোর কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। বরানগর এবং দক্ষিণেশ্বরে কিউআর কোড স্ক্যানার যুক্ত অত্যাধুনিক গেট প্রথম থেকেই ছিল। আর তারপর নোয়াপাড়া-‌কবি সুভাষ স্টেশনের সবকটিতেই এই গেট বসানো হয়েছে। ফলে ই-টিকেটিং সিস্টেম এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু কীভাবে মিলবে কিউআর কোড টিকিট? জানা গিয়েছে, কলকাতা মেট্রো অ্যাপে নিজের নাম রেজিস্টার করে কাটা যাবে টিকিট। প্রত্যেক স্টেশনের জন্য থাকবে আলাদা আলাদা কিউআর কোড। যে মোবাইল থেকে টিকিট কাটা হচ্ছে, একমাত্র সেই মোবাইল থেকেই কিউআর কোড কাজ করবে। যে স্টেশন থেকে যাত্রী উঠবেন এবং যেখানে নামবেন, সেই দুই স্টেশনের নাম অ্যাপে লিপিবদ্ধ করতে হবে। অনলাইনে সেই ভাড়া জমা করলে যাত্রীর মোবাইলে কিউআর কোড শো করবে। ওই স্টেশনে গিয়ে প্ল্যাটফর্মে থাকা স্বয়ংক্রিয় গেটে নির্দিষ্ট স্ক্যানারের সামনে ওই কিউআর কোড শো করালেই গেট খুলে যাবে।