রাজ্য সরকারের অধীনে থাকা বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা ৷ আর তার জন্য আসন্ন বাদল অধিবেশনে সংশোধনী বিল নিয়ে আসতে চলেছে রাজ্য সরকার ৷ আগেই মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আগামী 10 জুন থেকে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন বসতে চলেছে ৷ মনে করা হচ্ছে সেখানেই আচার্য হিসাবে মুখ্যমন্ত্রীকে নিয়োগ সংক্রান্ত সংশোধনী নিয়ে আসা হতে পারে ৷ তবে, সংশোধনীটি বিধানসভায় নিয়ে আসার আগেই এই বিলের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ৷ প্রশ্ন উঠছে, বিল রাজ্য বিধানসভায় পাস করালেও তা কি আইনি স্বীকৃতি পাবে ? কারণ, এর পর এই বিল যাবে রাজ্যপালের কাছে ৷ এ ক্ষেত্রে রাজ্যপাল চাইলে এই বিলে সই করতে পারেন অথবা স্বাক্ষর না করে সরকারের কাছে ফিরিয়ে দিতে পারেন ৷ চাইলে রাজ্যপাল সরকারের কাছে বিল সংক্রান্ত বিষয় নিয়ে ব্যাখ্যাও চাইতে পারেন ৷ ব্যাখ্যা মনঃপূত না হলে তা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিতে পারেন রাজ্যপাল ৷’’