কলকাতা

রাজ্যজুড়ে পালিত হচ্ছে কবিগুরুর জন্মজয়ন্তী, শ্রদ্ধা জানিয়ে টুইট প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

আজ ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী। এবছর তাঁর ১৬১ তম জন্মদিন । ২৫ বৈশাখ মানেই বাঙালি জীবনে এক অন্য ছোঁয়া। বাঙালির একান্ত আপন। সে শব্দ অমৃত সমান। আপামর বাঙালির ভাবনার সবটুকু, আবেশের রেশটুকু আর অনুভূতির স্পর্শটুকু যেন এক মায়াবী মন্ত্রে মানুষের মনের কোণা থেকে নিয়ে গেছেন ঈশ্বরের এক বরপুত্র। মানুষের একান্ত ব্যক্তিগত অব্যক্ত মুহুর্তগুলোকে নিজ মনে ধারণ করে তা লেখনী দিয়ে অবলীলায় ফাঁস করে দিয়ে গেছেন তিনি। তাঁর জন্মজয়ন্তী রাজ্যজুড়ে পালিত হচ্ছে। আজ দিনভর তাঁর লেখা কবিতা, গানে, গল্পে ও নাচে কবি স্মরণের অনুষ্ঠান হচ্ছে। শুধু এ রাজ্য নয়, দেশ-বিদেশেও পালন করা হচ্ছে কবিগুরুর জন্মদিন। জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন। রাজ্যজুড়ে সাড়ম্বরে উদযাপন করা হচ্ছে পঁচিশে বৈশাখ। ১২৬৮ সালের ২৫ শে বৈশাখের পূণ্য লগ্নে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ। আজ ভোর ৫টায় বৈতালিক, ৬টায় রবীন্দ্রভবনে কবিকণ্ঠ ও ৭টায় উপাসনা গৃহে বৈদিক মন্ত্রপাঠ, ব্রহ্ম উপাসনা ও রবীন্দ্র সংগীতের মধ্যে দিয়ে পালন করা হল কবিগুরুর জন্মদিন। উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তী, অধ্যাপক, অধ্যাপিকা ও পড়ুয়ারা। প্রতি বছরের মতো এই দিনটিতে দিনভর নানান অনুষ্ঠান রয়েছে বিশ্বভারতীতে ৷ সবশেষে ছাতিম তলায় গানের মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করেন

বিশ্বভারতীর পড়ুয়ারা। শুধু বিশ্বভারতী নয়। বিধানসভা, নবান্ন, সমস্ত সরকারি দফতর এবং জেলার একাধিক সরকারি দফতরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় দিনটি। আজ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, সংস্থা ও ব্যক্তিগত উদ্যোগে পালিত হচ্ছে বিশ্বকবির জন্মদিবস।  বিশ্বকবির ১৬১ তম জন্মদিবসে টুইট করে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী। সোমবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে রাজ্যের মুখ্যমন্ত্রী লেখেন, ‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমার বিনম্র শ্রদ্ধা। মহৎ কবির শিক্ষা, গান, কবিতা তাঁর সৃষ্টির ভাণ্ডার আমাদের পথচলা অব্যাহত রাখে। তিনি আমাদের জীবনের ধ্রুবতারা।’ সকালে নিজের টুইটার হ্যান্ডেলে এই কথাই ইংরেজিতে লিখে পোস্ট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রবীন্দ্রজয়ন্তীর সকালে টুইট করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ তিনি একটি ভিডিয়ো টুইট করেছেন ৷ সেখানে কবিগুরুকে নিয়ে নানা সময়ে প্রধানমন্ত্রীর বলা নানা কথা শোনা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে ৷ আর ভেসে উঠছে রবীন্দ্রনাথের ছবি ৷ টুইটের ক্যাপশনে প্রধানমন্ত্রী লেখেন, “গুরুদেব ঠাকুরের জন্মজয়ন্তীতে তাঁর উদ্দেশে প্রণাম জানাই ৷ ভাবনাচিন্তা ও কর্মের দ্বারা তিনি আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন ৷ আমাদের দেশ, সংস্কৃতি ও নীতিকে নিয়ে গর্বিত হতে শিখিয়েছেন তিনি ৷ তিনি শিক্ষা, শিক্ষণ ও সামাজিক ক্ষমতায়নের উপর জোর দিয়েছিলেন ৷ ভারতকে তিনি যে ভাবে দেখতে চেয়েছিলেন, সে ভাবে দেশকে গড়ে তোলার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ৷”