বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূর্বা দামের জীবনাবসান। আজ দক্ষিণ কলকাতার বাড়িতে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮৬ বছর। কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সূত্রে খবর, এদিন ভোর সাড়ে ৬টার কিছু পরে নাগাদ ঘুমের মধ্যেই মৃত্যু হয় তাঁর। পূর্বাদেবী রেখে গিয়েছেন স্বামী এবং একমাত্র কন্যাকে।সাতের দশক থেকেই প্রথম সারির রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলেন পূর্বাদেবী। পূর্বা দামের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শোকবার্তায় বলেছেন, ‘তাঁর সঙ্গে আমার বিশেষ হৃদ্যতার সম্পর্ক ছিল। তাঁর মৃত্যুতে রবীন্দ্রসঙ্গীত জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি পূর্বা দামের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি’।