প্রয়োজনে ৫ হাজার ঘণ্টা অপেক্ষা করতে রাজি তিনি। এদিন পাঞ্জাব পরিয়ানা সীমান্তে রাহুল গান্ধীকে আটকানো হলে এভাবেই বিজেপিকে চ্যালেঞঅজ ছুঁড়ে দেন রাহুল গান্ধী। এদিন খেতি বাঁচাও যাত্রায় তিনি পাঢ্জাব থেকে হরিয়ানায় ঢুকতে চাইলে তাঁকে আটকানো হয়। এরপর সেখানেই দাঁড়িয়ে পড়েন রাহুল গান্ধী এবং অন্যান্য কংগ্রেস কর্মীরা। পরে অবশ্য ১০০ জনকে হরিয়ানাতে মিছিল করার অনুমতি দেওয়া হয়। সাংবাদিক বৈঠকে রাহুল বলেন, ‘আমাদের যাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনটি কালা আইনের বিরুদ্ধে। দেশের কৃষি ও খাদ্য সুরক্ষার বর্তমান যে পরিকাঠামো রয়েছে তাকে ধ্বংস করে দেবে এই আইনগুলি। যদি এই পরিকাঠামো একবার ভেঙে যায় তবে আগামীদিনে পাঞ্জাব এর থেকে বেরোনোর কোনও পথ পাবে না।’