কর্নাটক নির্বাচনের সময় বেঙ্গালুরুতে একটি জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ২০১৮ সালে মামলা দায়ের হয়েছিল রাহুল গান্ধির বিরুদ্ধে। সেই মামলায় শুক্রবার উত্তরপ্রদেশের সুলতানপুর আদালতে হাজিরা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মানহানি মামলায় শুক্রবার সুলতানপুরের এমপি/এমএলএ-এ আদালতে হাজিরা দেন রাহুল। কোর্টে তাঁর বয়ান রেকর্ড হয়। আদালতে দাঁড়িয়ে রাহুল বলেন, ‘আমি নির্দোষ। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। আমার বিরুদ্ধে তোলা সব অভিযোগ অস্বীকার করছি। আমার ও আমার দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টায় অভিযোগ তোলা হয়েছে।’ ১৬ মিনিট আদালত কক্ষে ছিলেন রাহুল। এই মামলার পরবর্তী শুনানি ১২ অগাস্ট। আদালত চত্বরে রাহুল পৌঁছনোর আগেই তাঁর সমর্থরা ভিড় জমান। ধাক্কাধাক্কি-বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তবে রাহুলকে সুরক্ষিত ভাবেই আদালত কক্ষ পর্যন্ত পৌঁছে দেন নিরাপত্তারক্ষীরা।