দেশ

‘কংগ্রেস আমলে রান্নার গ্যাসে ভর্তুকি ৮২৭ টাকা, বিজেপির জমানায় শূণ্য’, মোদি সরকারকে কটাক্ষ রাহুলের

মধ্যরাতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ফের ৫০ টাকা বাড়ানো হয়েছে। পাঁচ রাজ্যের ভোটের ফলপ্রকাশের পরে রান্নার গ্যাসের দাম মোট ১০০ টাকা বাড়ল। গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে এবার কেন্দ্রকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। টুইটে রীতিমতো পরিসংখ্যান দিয়ে রাহুল দাবি করেছে, কংগ্রেস আমলে এক হাজার টাকায় দুটি সিলিন্ডার পাওয়া যেত। এখন একটি সিলিন্ডারেই হাজার টাকা লেগে যাচ্ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটে পরিসংখ্যান দিয়ে দেখিয়েছেন, ‘ইউপিএ সরকারের আমলে (২০১৪) সিলিন্ডার দাম ছিল ৪১০ টাকা। প্রতি সিলিন্ডারে ৮২৭ টাকা করে ভর্তুকি দেওয়া হত। আজ, দিল্লিতে প্রতি সিলিন্ডারের দাম ৯৯৯.৫০ টাকা। কিন্তু ভর্তুকির পরিমাণ শূন্য।’ রাহুল লিখেছেন, শুধুমাত্র কংগ্রেস দরিদ্র ও মধ্যবিত্ত ভারতীয় পরিবারের কল্যাণের জন্য চিন্তা করে। এটা আমাদের অর্থনীতির মূল বিষয়।