সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধির। মোদি পদবী মামলায় গত মে মাসে রাহুলকে দোষী সাব্যস্ত করেছিল সুরাত আদালত। বাতিল হয়েছিল তাঁর সাংসদ পদ। তবে গত শুক্রবার সুরাত আদালতের রায় স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। তারপর থেকে সনিয়া পুত্রের লোকসভায় ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে সোমবারই লোকসভা সেক্রেটারিয়েটরের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওয়ানড়ের সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে রাহুল গান্ধিকে। এই ঘোষণার পর থেকেই উচ্ছ্বাসে মেতে উঠেছেন কংগ্রেসের দলীয় সদস্যরা। রাহুল গান্ধীর বাসভবন ১০ জনপথ রোডে পোস্টার হাতে ঢাকঢোল পিটিয়ে নাচগান শুরু করেছে কংগ্রেস কর্মী সমর্থকরা।