দেশ

সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধি, বিজ্ঞপ্তি লোকসভার সচিবালয়ের

 সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধি। লোকসভার সচিবালয়ের সিদ্ধান্তেই সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধি। গান্ধির পদবী নিয়ে মন্তব্য মামলায় ‘সুপ্রিম’ স্থগিতাদেশের পরই রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরে পাওয়ার সম্ভাবনা জোরালো হয়ে ওঠে। অবশেষে চূড়ান্ত স্বস্তি রাহুল গান্ধির। প্রসঙ্গত, সংসদে এখন বাদল অধিবেশন চলছে। সাংসদ পদ ফিরে পাওয়ায় আজ-ই বা অধিবেশনের বাকি দিনগুলোতে লোকসভায় রাহুল গান্ধিকে দেখতে পাওয়া যাবে কিনা, সেই প্রশ্ন উঠছে।  উল্লেখ্য, মণিপুর ইস্যুতে কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাবের উপর ৮ ও ৯ তারিখ লোকসভায় আলোচনার দিন ধার্য করেছেন স্পিকার। ৯ তারিখ, শেষদিনে জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মণিপুর ইস্যুতে লোকসভায় কৌশলে মোদীকে বিবৃতি দিতে বাধ্য করতেই বিরোধী ইন্ডিয়া জোটের তরফে অনাস্থা আনে কংগ্রেস। এখন রাহুল গান্ধি সাংসদ পদ ফিরে বিরোধী ইন্ডিয়া জোট যে আরও সুর চড়াবে, কেন্দ্রে বিজেপি সরকারের উপর আরও চাপ বাড়াবে তা বলাই বাহুল্য। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে যেই সময়ে রাহুল গান্ধী তাঁর সাংসদ পদ ফিরে পেলেন, তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কারণ রাহুল গান্ধিকে সাসপেনশন নোটিস বিরোধী ঐক্যের সলতে পাকানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আর এখন রাহুল গান্ধি সাংসদ পদ ফিরে পেতে, লোকসভায় বিরোধী ইন্ডিয়া জোট যে তাদের আক্রমণের ঝাঁঝ বাড়াবে, তা বলার অপেক্ষা রাখে না।