কলকাতা

এবার পিএসি চেয়ারম্যানের পদে কি কৃষ্ণ কল্যাণী !

মুকুলের পথ ধরেই এবার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হতে চলেছেন কৃষ্ণ কল্যাণী । রাজ্য বিধানসভা সূত্রে এমনটাই খবর মিলেছে । প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জেতার কয়েক মাসের মধ্যেই তিনি যোগ দেন তৃণমূলে । তবে রাজ্য বিধানসভায় তাঁর পরিচয় তিনি এখনও বিজেপি বিধায়ক হিসেবে । সূত্রের খবর, মুকুল রায়ের ইস্তফার পর তৃণমূলের থাকা এই বিজেপি বিধায়কের উপরই এইবার পড়তে চলেছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব । খাতায়-কলমে মুকুলের ইস্তফার কথা প্রকাশ্যে আসার পর যে আশংকা প্রকাশ করেছিলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য, তাই কার্যত সত্যি হতে চলেছে । মুকুলের প্রস্থানের পর সেই পথ ধরেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে আসতে চলেছেন রায়গঞ্জের বিধায়ক । উল্লেখ্য, পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার চিঠি গ্রহণ করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার নিজেই কথা জানিয়েছেন মঙ্গলবার। তিনি বলেন, সোমবার মুকুল রায় ইস্তফাপত্র পাঠিয়েছিলেন। তারপর তাঁর সঙ্গে অধ্যক্ষ নিজে ফোনে কথা বলেন। জানতে চেয়েছিলেন, মুকুল রায়কে ইস্তফা দেওয়ার জন্য কেউ চাপ দিচ্ছে বা ভয় দেখাচ্ছে কি না। প্রত্যুত্তরে মুকুল রায় জানিয়েছিলেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন।