সোমবার ব্যারাকপুরে রেল অবরোধের জেরে দুর্ভোগে পড়লেন সাধারণ যাত্রীরা। রেল ওভারব্রিজ তৈরির দাবিতে এদিন সকালে ব্যারাকপুর স্টেশনে অবরোধ শুরু করেন যাত্রীদের একাংশ। যার ফলে শিয়ালদা মেন শাখায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। অবরোধকারীদের দাবি, প্ল্যাটফর্মের উপর ওভারব্রিজটির সম্প্রসারন করতে হবে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বেড়ে গেলেও ব্রিজের সম্প্রসারণ করা হয়নি বলে অভিযোগ তাঁদের। ব্যারাকপুর স্টেশনের ৪ নং ও ২ নং প্ল্যাটফর্ম রেলব্রিজ দ্বারা সংযুক্ত থাকলেও ১ নং প্ল্যাটফর্ম পর্যন্ত তা নেই। ফলে ব্যস্ত সময়ে প্ল্যাটফর্মের এদিক থেকে ওদিক যেতে অনেকটা সময় ব্যয় হয়। ফলে ট্রেন ছেড়ে যায় অনেক সময়। সেই কারণে ওভার ব্রিজের দাবি জানিয়েছিলেন তাঁরা। এর আগে একাধিকবার গণস্বাক্ষর ও রেলের দফতরে আবেদন নিবেদন করলেও কোনও সমাধান হয়নি বলে দাবি অবরোধকারীদের।