সম্পাদকীয়

তৃণমূলের প্রতিবাদ-কর্মসূচিই ভয়েই কি গরিবের ট্রেন শেষ মুহূর্তে করল মোদি সরকার!

দিল্লির প্রতিবাদ-কর্মসূচিতে বিজেপি কতখানি ভীত–সন্ত্রস্ত, শেষ মুহূর্তে শ্রমিকদের–বঞ্চিতদের ট্রেন বাতিলই তার হাতে–গরম প্রমাণ৷ অগ্রিম টাকা নিয়েও গরিবের দিল্লির ট্রেন বাতিল করল রেল৷ সৌজন্যে বিজেপি৷ একইসঙ্গে চক্রান্ত, ষড়যন্ত্র কতদূর হতে পারে ট্রেন বাতিল তারও এক নমুনা৷ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কাজ করেও টাকা না পাওয়া হাজার হাজার বঞ্চিত মানুষ কলকাতায় এসেছেন৷ মায়েরা বাচ্চা কোলে এসেছেন৷ তাঁরা দিল্লিতে বঞ্চনার প্রতিবাদে গর্জে উঠবেন৷ অথচ ভীত–সন্ত্রস্ত বিজেপি এই গরিব মানুষগুলোর ট্রেনই বাতিল করল৷ এই ঘটনায় এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই সঙ্গে তুলে ধরেছেন রেলের কনফার্মেশন ও বাতিলের চিঠিও৷ মাঝেমধ্যেই প্রধানমন্ত্রী ঢাকঢোল পিটিয়ে বন্দে ভারতের মতো বড়লোকের দামি ট্রেন উদ্বোধন করেন৷ অথচ সেই তিনি গরিবের হকের টাকা আনতে যাওয়ার ট্রেন বাতিল করেন৷ এরা আসলে ভয় পাচ্ছে৷ দিল্লির বুকে প্রতিবাদের ভয়৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয়৷ তৃণমূল কংগ্রেসকে ভয়৷ এর আগে রামলীলা ময়দানের অনুমতি বাতিল করেছে৷ বিজেপির দু–একজন নেতা দুর্নীতি বলে চেঁচাচ্ছে৷ যদি তাই হবে, তার জন্য তো ইডি, সিবিআই আছে৷ গরিবের ট্রেন বাতিল

কেন? যেখানে এত মানুষ দিনের পর দিন টাকা পায়নি৷ তাঁদের হকের টাকা আদায়ের লড়াইয়ে শামিল হয়েছেন বাংলার বিভিন্ন প্রান্তের গবির মানুষেরা৷ এবার তাঁদের প্রতিবাদকেও স্তব্ধ করতে চায় বিজেপি৷ কতখানি ভীত–সন্ত্রস্ত হলে, আন্দোলন বানচাল করতে হলে ট্রেন বাতিল করতে হয়!ট্রেন বাতিলের চিঠি পাওয়ার পর এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেলের দেওয়া চিঠি, আইআরসিটির বুকিং সব কিছু তুলে ধরে তিনি লিখেছেন, এই ঘটনায় স্তম্ভিত আমরা। নির্লজ্জভাবে বিজেপি সরকার স্পেশাল ট্রেন বাতিল করল বুকিংয়ের টাকা নেওয়ার পরেও। ওরা বাংলার মানুষের প্রতিবাদ স্তব্ধ করতে চাইছে। আসলে ভয় পেয়েছে বিজেপি। কিন্তু এভাবে আমাদের আটকানো যাবে না। প্রথমে ঠিক ছিল আগামী কাল শনিবার সকাল ৮টায় বিশেষ ট্রেন ছাড়বে দিল্লির উদ্দেশ্যে। ওই ট্রেনেই যাবেন হাজার হাজার বঞ্চিত। কিন্তু আচমকা এই ট্রেন বাতিলের পর নতুন করে পরিকল্পনা করা হচ্ছে দিল্লি যাত্রার। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ এই ঘটনার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ভয় পেয়ে কর্মসূচি বানচাল করার জন্য, কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করার জন্য শেষ মুহূর্তে ট্রেন বাতিল করেছে বিজেপি। কিন্তু এভাবে তৃণমূল কংগ্রেসকে, তার প্রতিবাদকে রোখা যাবে না।