গ্রিন করিডর করে রাজ্য গুলিকে অক্সিজেন সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেছেন রাজ্যগুলিতে অক্সিজেন সংকট দূর করতে গ্রিন করিডর তৈরি করছে রেলওয়ে। যত দ্রুত সম্ভব দেশে অক্সিজেনের চাহিদা পূরণ করার চেষ্টা করা হবে। রাজ্যে রাজ্যে পৌঁছে যাবে ‘অক্সিজেনে এক্সপ্রেস’। যাতে থাকবে liquid medical oxygen (LMO) এবং অক্সিজেন সিলেন্ডার। রেল মন্ত্রক থেকে জানান হয়েছে, “খালি ট্যাঙ্কারগুলি মুম্বইয়ের আশেপাশে কালাম্বলি এবং বোইসর রেল স্টেশন থেকে নেওয়া হবে এবং অক্সিজেন ট্যাঙ্কার লোড করার জন্য ভাইজাগ এবং জামশেদপুর, রাউরকেলা এবং বোকারোতে পাঠানো হবে।”