কলকাতা

ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

আগামী ২৪ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। দক্ষিণ মায়ানমারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই মুহূর্তে। এই ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হবে৷  নিম্নচাপটি বাংলা উপকূলের কাছাকাছি ওড়িশাতে প্রবেশ করবে। এরপর ঝাড়খণ্ড ও ছত্রিশগড় অভিমুখে এগিয়ে যাবে দুর্বল হয়ে। নিম্নচাপের কারনে বৃহস্পতিবার থেকে শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বাকি জেলাতে মেঘলা আকাশ, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। কয়েক পশলা মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমানে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং দু এক পশলা ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমানে। নিম্নচাপের কারণে মৎস্যজীবী ও পর্যটকদের জন্য পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীর জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে, ১৯ ও ২০ অগাস্ট শুক্র ও শনিবার সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন না। যাঁরা ইতিমধ্যেই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তাঁদের আজ ১৮ অগাস্ট বৃহস্পতিবার সন্ধের মধ্যে উপকূলে ফিরে আসতে অনুরোধ করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে, জলোচ্ছ্বাস হতে পারে। ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দিঘা, মন্দারমণি, সাগর-আইল্যান্ড সহ বাংলা উপকূলে সমুদ্রের ধারে বিনোদনমূলক কাজকর্ম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতি ও শুক্রবারের জন্য।