কলকাতা

রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আজ, মঙ্গলবারও আংশিক মেঘলা আকাশ। দুপুরে গরম ও অস্বস্তি বাড়বে। পরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদহ ও দুই দিনাজপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে শুক্রবার থেকে। উইকেন্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস। বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। ঝড়-বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও রয়েছে ৷ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। থাকবে বজ্রপাতের আশঙ্কা। সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের ৷উপকূলে দুর্যোগের আশঙ্কা রয়েছে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবারের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ আবহাওয়া দফতরের।