কলকাতা

আজও বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতা সহ রাজ্যে নামল শীতের পারদ

রবিবার থেকেই বাংলার বিভিন্ন ভাগে বৃষ্টি চলছে। আজ সকাল থেকেও আকাশের মুখ ভার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও অক্ষরেখার জোড়াফলায় এই বৃষ্টির কারণ।  সোমবার ভোররাতে মাঝারি বৃষ্টিপাত হয়েছে কলকাতার বিভিন্ন প্রান্তে। ফলে ঠাণ্ডা ভাব আবারও ফিরে এসেছে। বেলা বাড়লে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের যে যে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, সেগুলি হল- বীরভূম, দুই বর্ধমান, নদিয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং উপকূলবর্তী জেলাতেও হতে পারে ভারী বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হাওড়া, হুগলি, কলকাতায়। নিম্নচাপ কেটে গেলে বাধাহীনভাবে ঢুকতে পারে উত্তুরে হাওয়া। সেক্ষেত্রে তাপমাত্রা আরও কমতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ করা যাবে।