কলকাতা

অবশেষে সন্ধ্যায় কলকাতায় মরশুমের প্রথম কালবৈশাখী

অবেশেষ কলকাতার উপরে বয়ে গেল বহু প্রত্যাশিত কালবৈশাখী৷  সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বৃষ্টিতে ভিজল শহর কলকাতা ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে শনিবার সন্ধ্যায় বৃষ্টি নামল তিলোত্তমায় ৷ হাওয়া অফিসের রেকর্ড বলেছিল, শনিবার সন্ধ্যা ৭ টা ২৩ মিনিটে কলকাতা সহ দক্ষিণবঙ্গে উত্তর পশ্চিম দিক থেকে বয়ে যায় ঝড়৷ ঝড়ের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ৬৪ কিলোমিটার৷ এর ফলে সাময়িক স্বস্তি মিলল অসহনীয় গরম তাপপ্রবাহ থেকে৷দক্ষিণবঙ্গের সঙ্গে এবার বৃষ্টিস্নাত কলকাতাও ৷ জেলাগুলিতে গতকাল বৃষ্টি হলেও কলকাতার ভাগ্যে জুটছিল না ছিঁটেফোঁটাও । কিন্তু এদিন সব আক্ষেপ মিটিয়ে দাবদাহের হাত থেকে স্বস্তি দিল ঝড়-বৃষ্টি ৷ সন্ধ্যা নামতেই কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে দেখা মিলল কালবৈশাখীর ৷ সঙ্গে কয়েক পশলার বৃষ্টিতে মিলল প্রচণ্ড গরম থেকে সাময়িক মুক্তি ৷ চলতি বছরে দক্ষিণ-পশ্চিম বায়ু থাকায় গত দু-মাস ধরে বৃষ্টি বা কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হয়নি। তবে অবস্থা বদলানোয় কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয় ঝড়বৃষ্টি । আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছিলেন, “স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে শুক্রবার সন্ধ্যার বৃষ্টি হয়েছে। তবে তা বিক্ষিপ্ত অল্পকিছু এলাকাজুড়ে। এই ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবারও। এর ফলেই সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। কমেছে তাপমাত্রা।” সেই মতো শনিবার ভিজল শহর কলকাতা ৷ শুক্রবার কলকাতায় কিছু জায়গায় বৃষ্টি হলেও এদিন বৃষ্টি হল প্রায় সর্বত্রই ৷