কলকাতা

ঢুকছে পশ্চিমি ঝঞ্ঝা, আজ থেকেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

গতকালের তুলনায় সোমবার সামান্য বাড়ল তাপমাত্রার পারদ। সকালে জেলায় জেলায় ঘন কুয়াশা থাকলেও, বেলায় আবহাওয়ার পরিবর্তন হবে। আজ থেকে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে উপরের পাঁচ জেলাতেই। দার্জিলিং, কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রার ওঠানামা জারি থাকবে। মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।