দেশ

রাজস্থানে ৫টা পর্যন্ত ভোট পড়ল ৬৮ শতাংশ

রাজস্থানে বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৮.২৪ শতাংশ। রাজস্থানের জয়সলমীর সবথেকে বেশি ভোট পড়েছে। ৭৬.৫৭ শতাংশ ভোট পড়েছে এই জেলায়। দুপুর ৩টে পর্যন্ত রাজস্থানে মোট ভোট পড়েছিল ৫৫.৬৩%। বেলা ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪০.২৭ শতাংশ। এদিন রাজস্থানে ২০০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৯৯টি কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব চলে। একটি কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর মৃত্যু হয়েছে। তার জেরে সেখানে ভোটগ্রহণ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। এদিনের ভোটে ভাগ্য নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী অশোক গেহলট, শচীন পাইলট, প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার মতো হেভিওয়েটদের। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৭০ হাজারের বেশি রাজস্থান পুলিশ, ১৮ হাজার রাজস্থান হোম গার্ড, ২ হাজার রাজস্থান বর্ডার হোম গার্ড, ১৫ হাজার অন্যান্য রাজ্যে পুলিশ (উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, মধ্যপ্রদেশ), ১২০ কোম্পানি আরএসি মোতায়েন করা হয়েছে। এর সঙ্গে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী (সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি, আরপিএফ ইত্যাদি) থেকে সশস্ত্র বাহিনী সহ সব মিলিয়ে মোট ১,৭০,০০০ এরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছিল।