ভিড়ে ঠাসা চলন্ত ট্রেনের কামরা থেকে পড়ে একসঙ্গে মৃত্যু হল বাবা ও নাবালিকা মেয়ের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিরোহি জেলার আবু রোড স্টেশনে। রবিবার ৩৫ বছরের ভীমরাও স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে স্টেশনে পৌঁছয়। তাঁদের গন্তব্য ছিল পালি জেলার ফালনা শহর। এদিকে সবরমতী-যোধপুর প্যাসেঞ্জার ট্রেনে ছিল তুমুল ভিড়। চারজনে কোনওমতে উঠে পড়ে সেই ট্রেনে। এরপর স্ত্রী ও এক সন্তানকে ভিতরে ঢুকিয়ে, ৫ বছরের আরেক মেয়েকে নিয়ে কামরার দরজার পাশে দাঁড়িয়ে থাকেন ভীমরাও। ট্রেনটি চলতে শুরু করলেই পা ফসকে সেখান থেকে মেয়েকে সঙ্গে নিয়ে পড়ে যান ভীমরাও। সোজা রেললাইনে গিয়ে পড়েন বাবা ও মেয়ে। তাঁদের উপর দিয়ে চলে যায় ট্রেন। দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় একটি মামলা রুজু করেছে পুলিশ।