রাজস্থান রয়্যালস ৭ উইকেটে হারাল কিংস ইলেভেন পাঞ্জাবকে। এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৫ রান করে কিংস ইলেভেন পঞ্জাব। দুরন্ত ব্যাট করে ৬৩ বলে ৯৯ রানে আউট হয়ে যান ক্রিস গেইল। জবাবে পরে ব্যাট করতে নেমে ১৭ ওভার ৩ বলেই মাত্র ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। এদিন টস জিতে পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠায় রাজস্থান। প্রথম ওভারে মনদীপ ফিরতেই মাঠে আসেন গেইল। প্রথমে কিছুটা সামলে খেলেই ধরা দেন পুরনো মেজাজে। একের পর এক ছয় আছড়ে পড়ে শেখ জায়েদ স্টেডিয়ামে। প্রথমে রাহুলের সঙ্গে ১২০ রানের পরে নিকোলাস পুরানের সঙ্গে ৪১ রানের পার্টনারশিপও গড়েন তিনি। তবে একটুর জন্য শতরান হাতছাড়া হয় তাঁর। ৬৩ বলে ৯৯ রান করে আর্চারের বলে বোল্ড হন তিনি। মারেন ৬টি চার এবং ৮টি ছয়। আর এর সাহায্যেই টি-২০ ক্রিকেটে ১০০০টি ছয় মারার রেকর্ডও গড়ে ফেলেন। কিন্তু শেষ রক্ষা হল না। ব্যাট করতে নেমে ১৭ ওভার ৩ বলেই মাত্র ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস।