জেলা

বাড়ছে সংক্রমণ, পরিস্থিতি মোকাবিলায় এবার রাজপুর-সোনারপুরের বাজার বন্ধ করল প্রশাসন

রাজপুর-সোনারপুর পুর এলাকায় বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় এবার রাজপুর-সোনারপুর পুর এলাকায় সমস্ত বাজার বন্ধ করল প্রশাসন। বৃহস্পতিবার থেকেই আগামী কয়েকদিনের জন্য রাজপুর-সোনারপুর পুর এলাকায় বাজার বন্ধ করা হল। পাশাপাশি কোভিড-বিধি মেনে চলার ব্যাপারে বিভিন্ন বাজার এলাকায় পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামলেন স্বয়ং সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসি বেগম।  পুর প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজপুর-সোনারপুর পুর এলাকায় কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আপাতত কয়েকদিন বাজার ও দোকান-পাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬, ৭, ১০ ও ১১ জানুয়ারি রাজপুর-সোনারপুর পুর এলাকায় সমস্ত বাজার ও দোকান-পাট বন্ধ রাখা হবে। শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে। এই সময়কালে বাজারগুলিতে স্যানিটাইজ করার কাজ করবে পুরসভা। পাশাপাশি কোভিড-বিধি রুখতে মাস্ক পরার ব্যাপারে প্রশাসন সচেতনতা চালাবে বলে পুরসভার তরফে জানানো হয়েছে। মাস্ক ছাড়া কেউ রাস্তায় বেরোলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিন সকাল থেকেই সোনারপুর-রাজপুর পুরসভার বিভিন্ন বাজার এলাকায় অভিযানে নামে পুলিশ ও পুরসভার কর্মীরা। এমনকি সাতসকালেই গড়িয়া বাজারে যৌথভাবে পরিদর্শন করতে দেখা গেল বিধায়ক ফিরদৌসি বেগম ও নরেন্দ্রপুর থানার আইসিকে।