প্রয়াত প্রাক্তন সমাজবাদী পার্টি নেতা ও সাংসদ অমর সিং। গত সাত মাস ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার দুপুরেই হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর পরিবারকে মৃত্যু সংবাদ জানিয়ে দেন। ২০১৩ সাল অমর সিংয়ের কিডনি বিকল হয়। তার পর থেকেই তিনি সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ছিলেন। কিডনি প্রতিস্থাপনও হয় এই মাউন্ট এলিজাবথ হাসপাতালেই। দীর্ঘ সময় সমাজবাদী পার্টির সাধারণ সভাপতি ছিলেন অমর সিং। ২১ শতকের প্রথম দশকে দেশের প্রথম সারির নেতাদের মধ্যেই ছিলেন তিনি।