আগামী মাসেই রাজ্যসভার ৫৭টি শূন্য আসনে নির্বাচন। ১৫টি রাজ্যের এই আসনগুলিতে ভোট হবে ১০ জুন। এর মধ্যে সবথেকে বেশি সংখ্যক শূন্য আসন উত্তরপ্রদেশে, ১১টি। ভোট রয়েছে মহারাষ্ট্র ও তামিলনাড়ুতেও। ছ’টি করে আসনে। এছাড়া নির্বাচন রয়েছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড ও হরিয়ানায়। রাজ্যসভার সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার ১২৩। গতমাসেই সংসদে উচ্চকক্ষে বিজেপির আসন সংখ্যা ১০০ পার করেছে। ১৯৯০ সালের পর থেকে প্রথম কোনও রাজনৈতিক দল এই নজির গড়েছে।