বিনোদন

আদিল খানকে বিয়ে করলেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত

অবশেষে বুধবার রাখি সাওয়ান্তের বিয়ের ছবি প্রকাশ্যে এল। বলিউডে বেশি কয়েকটি আইটেম নম্বরে নাচ করেছেন রাখি সাওয়ান্ত। তবে তাঁর নামের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে বিতর্ক ও নাটক শব্দগুলি। একাধিকবার তাঁর বিয়ের গুঞ্জন শোনা গিয়েছে। একাধিক পুরুষের নাম সামনে এসেছে। কিন্তু বিয়ের ছবি কোনওদিন প্রকাশ্যে আসেনি রাখির। অবশেষে বুধবার রাখি সাওয়ান্তের বিয়ের ছবি প্রকাশ্যে এল। দীর্ঘদিন ধরে নিজেকে আদিল খান দুরানির প্রেমিকা বলে দাবি করে এসেছেন রাখি। পরবর্তীতে জানিয়েছেন যে, আদিলকে তিনি বিয়ে করেছেন। আদিলের সঙ্গে খুবই সাধারণ ভাবে কোর্ট ম্যারেজের ছবি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। যদিও রাখি নিজে এই ছবিগুলি শেয়ার করেননি। নিজেদের বিয়ের রেজিস্ট্রেশনের কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রাখি ও আদিল। বলিউডের ড্রামা কুইন হিসেবে পরিচিত রাখি সাওয়ান্তের বিতর্কের শেষ নেই। ব্যক্তিগত থেকে পেশাগত উভয় জীবনেই তিনি চর্চিত। বর্তমানে ব্যক্তিগত জীবনের জন্যই শিরোনামে রয়েছেন রাখি। অবশেষে দীর্ঘদিনের প্রেমিক আদিল খান দুররানির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন রাখি সাওয়ান্ত। দীর্ঘদিন ধরেই ডেটিং করছেন তাঁরা। বরাবরই সম্পর্কে খুল্লামখুল্লা রাখি, বয়সে ছোট কারুর সঙ্গে প্রেমে নিমগ্ন রাখি এই নিয়ে প্রতিনিয়ত তোলপাড় গোটা নেটপাড়া। অবশেষে বিয়ে করলেন রাখি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে দারুণ সক্রিয় রাখি। তাঁর জীবনের প্রতিটি আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী। তবে বিয়ের কোনও তথ্য নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেননি রাখি। কিন্তু সম্প্রতি রাখি এবং আদিলের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে, যা থেকে বোঝা যায় যে দুজনে এখন বিবাহিত। এই ছবিতে, রাখি ও আদিল দুজনকেই মালা পরা অবস্থায় দেখা গিয়েছে। এমনকী তাঁদের বিয়ের সার্টিফিকেট ধরে ছবি তোলারও একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দুজনকেই হাসতে দেখা গিয়েছে। রাখীকে একটি স্যুট পরা ছিলেন, এবং আদিল একটি কালো শার্ট এবং প্যান্ট পরেছিলেন। অপ্রত্যাশিত জন্য, রাখি সাওয়ান্ত তাঁর প্রাক্তন স্বামী রিতেশের সঙ্গে বিবাহবিচ্ছেদের আদিলের সঙ্গে ডেটিং শুরু করেন। আদিল পেশায় একজন ব্যবসায়ী আদিল। ব্যক্তিগত ফ্রন্টে, রাখি এখন কঠিন সময় পার করছেন। কারণ তাঁর মা ব্রেন টিউমারে ভুগছেন। কিছুদিন আগেই তিনি তাঁর মায়ের দ্রুত আরোগ্যের জন্য ভক্তদের কাছে প্রার্থনা চেয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন।