রণবীর সিং এবার আরও সাহসী । নিউ ইয়র্কের একটি ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে নগ্ন হয়ে ধরা দিলেন বলিউডের বাজিরাও । পেপার ম্যাগাজিন সূত্রে খবর, প্রয়াত মার্কিন অভিনেতা বার্ট রেনল্ডসকে স্মরণ করেই এমন সাহসী ফটোশুটে সামিল হয়েছেন রণবীর । অতীতে ছক ভেঙে এমনই সব ফটোশুটে অংশ নিতেন রেনল্ডস । ইনস্টাগ্রামে বি-টাউন অভিনেতার নগ্ন ফটোশুটের ছবি দেখে হতভম্ব হলেও রণবীরকে কুর্নিশও জানিয়েছে নেটপাড়া । সংশ্লিষ্ট ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর বলেছেন, “শারীরিকভাবে নগ্ন হওয়া আমার কাছে কোনও কঠিন বিষয় নয় । তবে আমার বেশ কিছু পারফরম্যান্সও রয়েছে যেখানে আমি নগ্ন হয়েছি । তোমরা চাইলেই আমার আত্মাকে দেখতে পারবে সেখানে । সেগুলোর তুলনায় এই নগ্নতা নগণ্য । আমি হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি । কিচ্ছু যায় আসে না । কিন্তু যাদের সামনে হব তারা হয়তো অপ্রস্তুত অবস্থায় পড়বে ।” সবমিলিয়ে যা অনুরাগীদের মনে করাচ্ছে রণবীরেরই ‘গাল্লি বয়’ সিনেমার জনপ্রিয় ব়্যাপ ‘আপনা টাইম আয়েগা’-র একটি লাইন- “তু নাঙ্গা হি তো আয়া হ্যায়, কিয়া ঘণ্টা লেকার যায়েগা ?”