ফের 40 দিনের প্যারোলে মুক্তি পেল ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং ৷ এই নিয়ে 2020 সালের পর থেকে 14 বার প্যারোলে মুক্তি দেওয়া হল তাকে । হরিয়ানার রোহতকের সুনারিয়া জেলে রয়েছে রাম রহিম ৷ তাকে মঙ্গলবার সকালে 40 দিনের প্যারোলে মুক্তি দেওয়া হয় । জেল থেকে ছাড়া পাওয়ার কিছুক্ষণ পরেই সে সিরসায় অবস্থিত ডেরা সাচ্চা সৌদার সদর দফতরের উদ্দেশে রওনা দেয় ৷ যেখানে সে তার বেশিরভাগ ছুটি কাটাবে বলে জানা গিয়েছে । এরপর 14 সেপ্টেম্বর ফের সে কারাগারে ফিরে আসবে ।


